নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদানের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
সোনারগাঁয়ের যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা অনুদানের টাকা পেলেন সেসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুদান পেয়েছেন সোনারগাঁ তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়। সোনারগাঁ বুরুমদী হাইস্কুলের আজহারুল ইসলাম, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার, সোনারগাঁ জিআর ইনষ্টিটিউশনের সানজিদা আক্তার, সোনারগাঁ সরকারী কলেজে ইসহাক মোল্লা, মহসিন মিয়া, তুষার ভুইয়া, মনিকা আক্তার।
জানা গেছে, ৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এ অনুদানের টাকা দেয়া হয়েছে। এদের মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৭ শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে। আর ৯ম থেকে ১০ম শ্রেণির ১১ শিক্ষার্থী বিশেষ অনুদানের ৫৫ হাজার টাকা পেয়েছেন। তারা প্রত্যেকে ৫ হাজার করে টাকা পাবেন। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ৮ শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা বিশেষ অনুদান দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে এ টাকা দেয়া হবে। এ টাকা বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে নগদের ব্যবস্থাপনা পরিচালককে। চলতি অর্থবছরে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রবৃন্দের জন্য বিশেষ অনুদান’ খাতে বরাদ্দ করা অর্থ থেকে এ টাকা দেয়া হবে।