নিউজ সোনারগাভ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বৈদ্যেরবাজার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা
আজ ২০ জুন বৃহস্পতিবার হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আঃ রহিম ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ – ০ গোল খংসারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ – ০ গোলে বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।।