নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার উদ্ধবগঞ্জস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহীনুর ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন। সোনারগাঁ কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ এ বি এম আব্দুস সালামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি নুসরাত ইসলাম, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁও পৌরসভা যুব লীগ নেতা অপু সারোয়ার, স্কুলের সহকারী প্রধান শিক্ষীকা ইসমত আরা, অভিভাবক পারভিন আক্তার প্রমুখ। এসময় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এস এম শামছুল আলম, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শাহীন শিকদার, সোনারগাঁ কিন্ডার গার্টেন স্কুলের অভিভাবক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান।
পরে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।