নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মাদসাতুস শরফ আল ইসলামীয়া মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
মাদরাসাতুস শরফ আল ইসলামিয়া সাহিত্য ইসলামিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, ইসলামিক সংগীত, হাম-নাত, সূরা, কোরআন তেলাওয়াত, আরবি ও বাংলা বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসাটি দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মাদ্রাসাতুস শরফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসাটির উপদেষ্টা মোঃ আনিসুর রহমান।