নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ ;উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্যানিটেশন সমগ্রী বিতরন করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
আজ (১৪ জানুয়ারী) মঙ্গলবার সকালে বিদ্যালয়টি পরিদর্শনে এসে তিনি শিক্ষার্থীদের মাঝে এসব জিনিস বিতরন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, ইন্সট্রাকটর হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল ও অভিভাবক সদস্য নির্মল সাহাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয় সর্ম্পকে প্রশ্ন করেন। তার প্রশ্রের সঠিক উত্তর প্রদান করায় তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে শিক্ষকদের ধন্যবাদ জানান। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে স্যানেটেশন সামগ্রী বিতরন করেন। এর আগে তিনি অভিভাবক সমাবেশে অভিভাবদের উদ্দ্যেশে বক্তব্য দেন।