নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সামনে থেকে ১৩ ইভটিজারকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন ও সোনারগাঁও ডিগ্রী সামনে ইভটিজিংয়ের দায়ে ১৩ ইভটিজারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের শেখ ফরিদের ছেলে শরীফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের আবু হানিফের ছেলে আবুল হাসেম, পিরোজপুর গ্রামের হাক্কুল মিয়ার ছেলে আল আমিন, দৈলেরবাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে শেখ ফরিদ, পিরোজপুর গ্রামের আনোয়ারের ছেলে আবু রাহাত, গোহ্ট্টাা গ্রামের রিপন হাওলাদরের ছেলে রাকিব, আমতলা গ্রামের রবি বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস, বাড়ি মজলিস গ্রামের আলী আহম্মদের ছেলে তাওহিদ, বড়নগর গ্রামের রেজাউলের ছেলে জুয়েল, মাঝিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আল আমিন, মাঝিপাড়া গ্রামের পরেশ বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস, চিলার বাগ গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন শাওন ও গোহাট্টা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সুরুজ মিয়া।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, সোনারগাঁয়ের প্রতিটি স্কুল কলেজের ছাত্রীদের সুরক্ষা দিতে নিয়মিত এ অভিযান চলবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।