নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাদিপুর ইউনিয়নের সাদিপুর (বড়বাড়ি) এলাকায় অবস্থিত নলেজ কিং কলেজ থেকে ২০২১ সালে ৮১ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে ৩ জন জিপিএ-৫, ২০ জন এ গ্রেড, ৫৫ জন এÑ সহ শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সোনারগাঁ নলেজ কিং কলেজ এর হলরুমে জিপিএ-৫ সহ শতভাগ পাস শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন অত্র কলেজের গভনিং বডির সদস্যরা।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, সোনারগাঁ নলেজ কিং কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক, ম্যানিজিং কমিটির সদস্য ও আমার অভিভাবক ব্যাপক সাপট দিয়েছে। শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টায় আমরা জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করতে পেরেছি।
জিপিএ-৫ প্রাপ্ত ইসরাত জাহান ইমু নামের আরেক শিক্ষার্থী জানান, সোনারগাঁ নলেজ কিং কলেজে পড়ালেখা করে নিজেকে গর্বিত মনে করছি। আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কারনেই আজ আমি জিপিএ-৫ পেয়েছি। এ সাফল্য আমার নয় এটি আমার শিক্ষক, অভিভাবক ও গভনিং বডির সদস্যদের। তাই নতুন শিক্ষার্থীকে বলবো ভাল ফলাফল করতে হলে সোনারগাঁ নলেজ কিং কলেজে ভর্তি হও।
গভনিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইব্রহীম বলেন, সোনারগাঁ নলেজ কিং কলেজ ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই পরিক্ষার্থীদের ফলাফল সাফল্য মন্ডিত হয়েছে। ২০১৬ সালে সোনারগাঁ উপজেলায় ১ম স্থান অর্জন করেছি এবং ২০২১ সালে এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সারা দেশে শতভাগ পাস ৭শ’ কলেজের মধ্যে সোনারগাঁ নলেজ কিং কলেজের নাম রয়েছে। এ কলেজে নিয়মিত ক্লাসসহ সরকারি নিয়মনীতি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
কলেজের অধ্যক্ষ নুকুল চন্দ্র মিত্র বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এ কলেজের শিক্ষার মান অন্য কলেজের তুলনায় অনেক ভালো। তাই নতুন শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ নলেজ কিং কলেজের গভনিং বডির সভাপতি মোঃ এনামুল হক, গভনিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইব্রহীম, কলেজের অধ্যক্ষ নুকুল চন্দ্র মিত্র, কলেজের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান, আঃ আজিজ মোল্লা, আঃ রশিদ, ইউপি সদস্য তাজুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।