নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম.সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় এক শিক্ষক আহত হয়েছে। আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিক্ষকের নাম সামিউল কবির। তিনি বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। গতকাল বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় চত্বরের বাইরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্যান্য শিক্ষকদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
এর আগে কতিপয় যুবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য ইন্ধন দেয় বলে জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা। ওই যুবকরা বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রীদেরকে প্রধান শিক্ষক মতিয়ার রহমানের পদত্যাগের জন্য বিক্ষোভ করতে বলে। পরে কিছু ছাত্রী বহিরাগতদের কথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করে।
ওই যুবকরা শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করলে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে পদত্যাগে অস্বীকৃতি জানায়।
এ পর্যায়ে ওই যুবকরা ঘটনাস্থল ত্যাগ করলে ছাত্রীরাও চলে যায়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।
এদিকে উপজেলার বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন প্রাক্তন শিক্ষার্থী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের কাছে দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেন।