নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: হেফাজতে ইসলামের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক মরহুম শাহ আহমাদ শফীর স্মরনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোনারগাঁ উলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৩টায় সোনারগাঁও পৌরসভার দরপত (বাড়ীগন্দ্রব মোড়) দারুল উলুম আমিনীয়া মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুম শাহ আহমাদ শফীর দোয়া মাহফিলে সবাইকে শরিক হবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খান।