নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল ঢাকা থেকে নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে পল্টন বশকি হোটেলের সামনে থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে।
আজিজুল ইসলাম মুকুল সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ছলিমউল্লাহর ছেলে।
তার নিখোঁজের সংবাদে পরিবারের পাশাপাশি উৎকন্ঠায় রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আজিজুৃল ইসলাম মুকুল নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পরই তিনি বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের ফোন দিয়ে তার উৎকন্ঠার কথা জানিয়ে তিনি বলেন, আজিজুল ইসলাম মুকুলের সাথে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে এখন আওয়ামীলীগের রাজনীতি করেছেন। মুকুল একজন ভালো ও হাস্যজ্জল মনের মানুষ। তার মতো লোকের কোন শত্রু থাকলে পারে বলে তিনি বিশ্বাস করেন না। তারপর তিনি গতকাল থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের লোকজন তার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন। একজন ব্যক্তি নিখোঁজ হলে তার পরিবার কতোটুকু কষ্ট ও উৎকন্ঠায় থাকেন সেটা তার পরিবারই ভালো উপলব্ধি করতে পারেন। আমি তার রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বলবো মুকুল ভাই যেখানে থাকেন দ্রুত পরিবারের কাছে ফিরে আসুন। সাথে বাংলাদেশের প্রশাসনকে বলবো আজিজুল ইসলাম মুকুলকে দ্রুত খুজেঁ তার পরিবারের কাছে যেন ফিরিয়ে দিবেন।
জানা যায়, আজিজুল ইসলাম মুকুল ঢাকা পল্টন এলাকার মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে তিনি পার্শ্ববর্তী রেস্টুরেন্টে খাবার খাওয়ার উদ্দেশ্য নীচে নেমে আর ফিরে আসেনি। তিনি বাসায়ও ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান পাননি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মধ্যে আতংঙ্ক ও উৎকন্ঠা দেখা দিয়েছে। পরে সন্ধান না পাওয়ায় তার চাচাতো ভাই মোহাম্মদ মোশারফ হোসেন বাদি হয়ে সন্ধ্যায় পল্টন থানায় সাধারণ ডাইরী করেছেন