নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম’ আড়াইহাজারে ২৩ বছরের যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এর আগে রাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নারী।
অভিযোগে উল্লেখ করা হয়, আড়াইহাজারের লাখুপুরার মৃত জসিন উদ্দিনের ছেলে মামুন কাজীর (৩০) সাথে একই স্পিনিং মিলে চাকরির সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যুবতীর। পরে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন।
গত ২৯ মার্চ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে সবশেষ বিয়ের প্রলোভনে জোর করে অজ্ঞাত ব্যক্তির বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের কথা বললে তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোলা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।