নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ফেন্সি, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনিসহ প্রমুখ।
জানা যায়, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান (হাইড্রোলজিস্ট) হিসেবে বদলী হয়েছেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আসছেন ৩০ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তৌহিদ এলাহী তৌহিদ এলাহীর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে।
তিনি ৩০ তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে ২১ তম স্থান অর্জন কারী। ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।