নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার ও আনন্দবাজার পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ রোডে চলাচলরত পন্যবাহি ট্রাক ও ভারী যানবাহনের উপর নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চলাচলরত যাত্রী সাধারণ। নিষেধাজ্ঞার পরের দিন থেকে সকাল থেকে ইফতারী পর্যন্ত নিয়মিত অবৈধ অটোরিক্সার জন্য থেমে থেমে যানজট থাকলেও আগের মতো ঘন্টার পর ঘন্টা যানজট চোখে পড়েনি। আগে ইফতারীর সময় যানজটের কবলে পড়ে অনেকে ইফতারীর সময় কোন মতে বাড়িতে পৌচ্ছতে পারলেও এখন যানজট না থাকায় নিদিষ্ট সময়ের আগেই বাড়িতে যেতে পারছে ঘুরমুখো মানুষ। এতে খুশি সাধারণ মানুষ।
জানাগেছে, সারা বাংলাদেশের ন্যায় সোনারগাঁয়ে অবৈধ ব্যাটারী চালিত অটো রিক্সা বের হবার পর থেকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শুরু হয় যানজট। অনভিজ্ঞ চালক আর যত্রতত্র পাকিং রাস্তার দুপাশ ঘেষে অবৈধ ফুটপাত তৈরী করার পর থেকে সোনারগাঁ বাড়তে থাকে যানজট। এছাড়া ২০১৬ সালে সোনারগাঁয়ে দুটি ইকোনোমি জোন ঘোষনার পর থেকে পন্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচলের ফলে গ্র্যান্ডট্যাংঙ্ক রোডে যানজট আরো প্রকোপ হতে থাকে। ফলে কয়েক বছর ধরে মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় যানজটে নাকাল স্থানীয় এলাকাবাসী ও এ পথে চলাচলারত কয়েক হাজার যাত্রী। এ নিয়ে জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিভিন্ন সময় এ নিয়ে অভিযোগ জানানোর পর উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তবে আলো মুখ দেখিনি। এদিকে কায়সার হাসনাত নির্বাচিত হওয়ার পর সোনারগাঁ রয়েল রির্সোটে স্মার্ট সোনারগাঁ বির্নিমানের লক্ষে আয়োজিত এক সভায় মোগরাপাড়া চৌরাস্তার যানজট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সম্মেলনে আশা সুশীল সমাজের প্রতিনিধিরা। এর থেকে মোগরাপাড়া ফুটওভার ব্রিজ যানজট নিরসনে কাজ শুরু করে প্রশাসন। তারই লক্ষে মাহে রমজানের শেষ দশদিন মোগরাপাড়া চৌরাস্তায় অতিরিক্ত লোকের চাপ সামলাতে ও যানজট নিরসনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে ট্রাক ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার পর থেকে গত দুইদিন ধরে যানজট থাকলেও ট্রাক ও ভারী যানবাহন না থাকার কারণে আগের মতো দীর্ঘ যানজট নেই এই রোড়ে। তবে এ রোডে চলাচলরত লোকজনের অভিযোগ গ্র্যাংন্ডট্যাঙ্ক রোডের প্রবেশ মুখে অবৈধ দোকানপাট তৈরী করার ফলে গাড়ী প্রবেশ ও বাহির হতে প্রতিবন্ধকতা সৃৃষ্টি হচ্ছে এতে যানজট তৈরী হয়।