নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ১০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসনের তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর ৫৬ তম জন্মদিন কেকে কেটে পালন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া।
১০ মার্চ বৃহস্পতিবার বিকেলে জামপুর ইউনিয়ন পরিষদে সবাই কে নিয়ে কেক কেটে জন্নদিন পালন করেন।
এ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, বাংলাদেশ ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৩ বারের সংসদ সদস্য একজন খ্যাতিমান রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর ৫৬ তম শুভ জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যিনি সংসদ নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জন্য ব্যাপকভাবে কাজে যাচ্ছেন। আড়াইহাজারে অনেক উন্নয়ন মুলক কাজ করে তিনি সুনাম অর্জন করেছেন রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সব কিছুতেই তার ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে। এবং আড়াইহাজার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলবেন বলে আশাবাদী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব বদরুজ্জামান, জামপুর ইউপি সদস্য, মোঃ মোতালিব ভুঁইয়া, ইউপি সদস্য ইমতিয়াজ আহমেদ নিরব, ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ সানাউল্লাহ, ইউপি সদস্য মোঃ মিলন মিয়া, ইউপি সদস্য বিলকিস আক্তার, ইউপি সদস্য, শিল্পী আক্তার, রানু আক্তার, আশিকুর রহমান, ছাএলীগ নেতা শাহারিয়ার, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।