নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পরা দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার। মঙ্গলবার বিকালে সমনান্দি গ্রামের প্রায় ৩ শতাধিক হতদ্রারিদ্র কর্মহীন হয়ে পরা মানুষকে ৫ কেজি চাল,১ কেজি ডাল ও ১ কেজি আলু চাল বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সামগ্রী বিতরন করেন।
এসময় যুবলীগের সভাপতি আলী হায়দার জানান, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বর্তমানে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবিরা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আমাদের সমাজে যারা রিক্সা, ভ্যান ও সিএনজি চালক, শ্রমিক ও দিনমজুর রয়েছেন আমরা তাদের অসহায়ত্ব উপলব্দি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার অনুরোধ থাকবে আমাদের সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহায়তায় একটি ফান্ড তৈরি করে এবং অসহায় পরিবার চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপণ্য বিতরণ করা আর এভাবে প্রতি এলাকায় সামাজিক উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ালে খুব সহজেই অসহায় পরিবারগুলোর এ কষ্ট লাঘব করা সম্ভব।
ত্রাণ বিতরন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বারদী ইউনিয়ন যুবলীগের রাশেদ উদ্দিন মঞ্জু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু হোসেন চৌধূরী লিপন, দপ্তর সম্পাদক বাচ্চু সরকার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের আবু হানিফ, সাধারন সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম সজিব, মোস্তফা মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ।