নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আজ (১৪ মার্চ) প্রতিক বরাদ্ধ দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের। প্রতিক বরাদ্ধের সময় মাহফুজুর রহমান কালামকে সমর্থন জানিয়েছেন জনপ্রতিনিধি ফোরামের সদস্যরা। এসময় তারা মাহফুজুর রহমান কালামের প্রতিক পেয়ে বিজয় চিহ্ন দেখিয়ে ফটো সেশন করেছেন জনপ্রতিনিধি ফোরামের সদস্য ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
জানাগেছে, আগামী উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ থেকে চারজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামলীগের মনোনয়ন চেয়েছিলেন। এরা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামসুল ইসলাম ভুইয়া, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও এসএম জাহাঙ্গীর। এ নির্বাচনকে ঘিরে সোনারগাঁ রয়েল রির্সোটে একটি তৃনমুল আওয়ামলীগের বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়। সে বর্ধিত সভায় চারজন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। প্রথমে প্রস্তাব করা হয় মাহফুজুর রহমান কালামের নাম, এরপর এড. সামসুল ইসলাম ভুইয়ার নাম, মোশারফ হোসেনের নাম ও শেষে এসএম জাহাঙ্গীরের নাম। সে সভা শেষে চারজনের নাম পাঠানো হয় কেন্দ্র।
কেন্দ্র চারজন মনোনয়ন প্রত্যাশীদের নাম যাচাই-বাছাই করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে নৌকা প্রতিক মনোনয়ন দেওয়া হয়। তবে, এ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করায় এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন মাহফুজুর রহমান কালাম। এ নির্বাচনকে ঘিরে সোনারগাঁ জনপ্রতিনিধি ফোরাম সমর্থন জানান মাহফুজুর রহমান কালামকে। জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও সোনারগাঁয়ের সংসদ সসদ্য লিয়াকত হোসেন খোকা, সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল হক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ওমর, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রব, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আঃ রউফ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালামকে সমর্থন জানান।