নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনার টিকা প্রদান শুরু করেছে সরকার। সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের একটি কলেজ ও তিনটা হাইস্কুলে শুরু করেছে টিকা কর্মসুচি স্বাস্থ্য বিভাগ। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ সরকারী কলেজ, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন সরকারী হাই স্কুল, হোসেনপুর হাইস্কুল ও সোনারগাঁ জি আর ইনিষ্টিটিউশন স্কুল এন্ড কলেজে টিকাদান কর্মসুচি শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে টিকাদান কর্মসুচিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে এক সাথে দেয়া হচ্ছে করোনার টিকা। টিকা নিতে আসা অনেকের মুখে নেই। তাই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানার কারণে নতুন করে করোনা ভাইরাস শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে ধারনা করছেন অভিভাবকরা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব রায়হান জানান, উপজেলার ৩টি সেন্টারে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। প্রথমে তিনটি কেন্দ্রে এরপর পর্যায়ে অন্য কেন্দ্রেগুলোতে টিকা দেয়া শুরু করবো। তবে শিক্ষার্থী সংখ্যা বেশী বিধায় অনেক কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানছেনা শিক্ষার্থীরা। আমিও একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি না মানার সত্যতা পেয়ে মাইকিং করে স্বাস্থ্যবিধি ও বাধ্যতামুলক মাস্ক পড়ে টিকা দিতে নির্দেশ দিয়েছি। যারা স্বাস্থ্য বিধি ও মাস্ক পড়বে না তাদেরকে টিকা দেয়া হবে না বলেও হুসিয়ারী দিয়েছি।