নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে কলাপাতা রেস্টুরেন্টের অঙ্গ প্রতিষ্ঠান কলাপাতা বার্গার এর উদ্ধোধন উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী প্রচারনা করেছেন সোনারগাঁ কলাপাতা বার্গার সোপের কর্তৃপক্ষ। ঘোড়ার গাড়িতে করে এই প্রথম বারের মতো সোনারগাঁয়ে কোন প্রতিষ্ঠানে প্রচারনা করতে দেখা গেল। ঘোড়ার গাড়িতে মাইক ও গাড়ির চারদিকে বার্গারের ফেষ্টুন লাগিয়ে অভিনব এ প্রচারনায় ব্যাপক সাড়া ফেলেছে সোনারগাঁবাসীর মনে।
কলাপাতা প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, খাবার যে একটি শিল্প সেই শিল্পটাকে কলাপাতা রেষ্টুরেন্টের মাধ্যমে আমরা সোনারগাঁবাসীর মধ্যে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। কলাপাতা শুরুর পর থেকে আন্তরিকতার সাথে প্রতিটি কাষ্টমারকে পরিবারের একজন মনে করে সেবা প্রদান করতে চেষ্টা করেছি।। সেজন্য আজ কলাপাতা সোনারগাঁবাসীর আস্থার প্রতিক। সোনারগাঁবাসী যে আস্থা ও ভালবাসা নিয়ে আমাদের খাবার ও বেকারী পন্য তাদের পরিবারের একজন বানিয়ে নিয়েছে সেজন্য সোনারগাঁবাসীর কাছে আমরা চীর কৃতজ্ঞ। কলাপাতা শুরু থেকেই ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান ছিল সেই ব্যতিক্রমী প্রতিষ্ঠানে সাথে নতুন করে যোগ করেছি কলাপাতা বার্গার। সেজন্য ব্যতিক্রম ধর্মী খাবারের সাথে একটি ব্যতিক্রমী প্রচারনা ব্যবস্থা করেছি। যা আগে কেউ করেছে কিনা জানা নেই।এ প্রচারনা সোনারগাঁবাসী সদরে গ্রহন করবে বলে আমরা আশাবাদি। সেই সাথে সবাই অনুরোধ করবো একবার হলেও আমাদের কলাপাতা বার্গারে এসে আমাদের প্রতিষ্ঠানটি যেন ঘুরে দেখেন।