নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: চারদিকে নদী বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল উপজেলার বারদি ইউনিয়নের নুনেরটেকে নৌকার প্রচারনা শুরু করেছেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি কায়সার হাসনাত। আজ বুধবার সকাল থেকে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়ে কায়সার হাসনাত তার প্রচারনা শুরু করেছেন।
এসময় কায়সার হাসনাত বলেন, গত ১০টি বছর সোনারগাঁ নৌকার কোন এমপি ছিলনা। এবার প্রধানমন্ত্রী আপনার প্রিয় মার্কা নৌকা দিয়ে আমাকে আপনাদের খেজমত করার সুযোগ দিয়েছেন। এরআগে আমি যখন এমপি ছিলাম তখন এ এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। গত ১০টি বছর নৌকার এমপি না থাকায় কোথাও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী আপনার জন্য যা বরাদ্ধ দিয়েছেন সে উন্নয়ন ছাড়া অতিরিক্ত কোন উন্নয়ন এ এলাকায় দেখা যায়নি। আগামী সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে নুনেরটেকে উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিবো। সেজন্য আগামী ৭ই জানুয়ারী আপনার মুল্যবান ভোট নৌকায় দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এটাই আমার নুনেরটেকবাসীর কাছে চাওয়া।