নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঐতিহাসিক ৭ মার্চেরর ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে রবিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। তারই ধারাবাহিকতায় রবিবার বেলা ১১ টার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সোহাগ রনি বলেন, আজ ৭ ই মার্চ বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন।এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট ময়দানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বক্তব্যে তিনি মুক্তিকামী বাঙালিদের নির্দেশ দিয়েছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। মূলত এ ঘোষণার পরই বাঙালি মুক্তিকামী মানুষেরা স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিল। আজ সেই ঐতিহাসিক ৭ ই মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালন করার উদ্যোগ নিয়েছে সরকার। তাই আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছি।