জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর দোয়ায় প্রথম সিটি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী। এবারও তার কাছ থেকে দোয়া নিলেন নাসিক মেয়র আইভী।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের জিমখানা মাঠে জাকেপাটির দাওয়াতী ইসলামী মহা জলসার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। আইভী সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, ভাইজানের দোয়ায় ২০১১ তে বিজয়ী হয়েছিলাম। আমি তার কাছে গিয়েছিলাম উনি আমাকে দোয়া করেছিলেন এবং বলেছিলেন আপনি পাশ করে আসবেন। পীর আউলিয়াদের কথা যে সত্য হয় তা প্রমানিত। আবারও শুনলাম ভাইজান এসেছেন তাই তার কাছ থেকে দোয়া নিতে এসেছি। মেয়র বলেন, আগামী ১৬ জানুয়ারি নির্বাচন। দল যদি আমাকে নমিনেশন দেয় আমি নির্বাচন করবো নৌকা প্রতিক নিয়ে। আমরা শান্তির বাংলাদেশ চাই, আমরা শেখ মুজিবের বাংলাদেশ চাই ও শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ চাই। মেয়রের সাথে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র -১ ও নাসিকের ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুসহ প্রমুখ।