নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাংবাদিক মুশতাক আহমেদের কারাবন্দি অবস্থায় মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।সোনারগাঁ থানা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি, ফরহাদ, সহ শতাধিক ছাত্রদল নেতা আহত হয়েছেন।
আজ সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে জড়ো হতে থাকেন।সকাল ১১ টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব উন নবী সোহেল সহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ, মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে পুলিশের বেরিকেড ভেঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করার সাথে সাথেই পুলিশ ছাত্রদলের নেতৃবৃন্দের উপর অতর্কিত ও নগ্ন হামলা চালায় এই হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনকে সেইফ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের স্বীকার হন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেধাবী ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি।ছাত্রদলের নেতৃবৃন্দগন আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য জহিরুল ইসলাম জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।