নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুই দিন ধরে হালকা বৃষ্টির কারণে সোনারগাঁ উপজেলার বিভিন্ন সড়কে দেখা দিয়েছে ভাঙ্গন। ভাঙ্গনের কারণে প্রধান সড়কগুলোতে ভারী যানবাহন চলাচলের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্তের কারণে প্রতিদিনই যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে দিনভর উপজেলার প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। যানঝটের কারণে চরম ভোগান্তীতে পড়েছে এ পথে চলাচলরত যাত্রীরা।
যাত্রীরা জানান, গত দুই দিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়কে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ভাঙ্গনের কারণে বিভিন্ন ধরনের যানচলাচলে ভোগান্তীর সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার মেইন প্রবেশপথ ও শহীদ মজনু সড়কে বেশী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
গাড়ির চালকরা জানান, বৈদ্যেরবাজার এলাকায় আমান ইকোনোমিক জোন ও ফ্রেস কোম্পানী চালু হওয়ার পর থেকে উপজেলার প্রধান সড়ক ও শহীদ মজনু সড়কটি দিয়ে দুই কোম্পানীর ভারী যানবাহন চলাচল শুরু হয়। ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা দুটি ভেঙ্গে খান্দাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার না করায় বেশী ভোগান্তীর সৃষ্টি হয়েছে। ফলে এ রাস্তা দিয়ে চলাচলরত ছোট ছোট যানবাহন গর্তে পড়ে প্রতিদিনই ছোট খাটো দূর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া ভারী যানবাহনের কারণে উদ্ধবগঞ্জ থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তীতে পড়ে উপজেলা ও স্বাস্থ্য কমপ্লক্সে আসা রোগীরা। তারা আরো জানান, সরকারের উচিত অতিবিলম্বে ভারী যানবাহন চলাচলের একটি নিয়ম চালু করে যানজট নিরসন করা সাথে রাস্তাগুলো পুনরায় সংস্কার করে জনগনেন ভোগান্তী লাগব করা।