“আমরা দূর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে দূর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা চত্বরে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিকুল রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইসলাম ফেন্সি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাসান আলী সহ উপজেলার সকল দপ্তরের অফিসার বৃন্দ সহ বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে ও অভিভাবক বৃন্দ। সোনারগাঁ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানে আয়োজন করেন।