নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।
আজ বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও জাদুঘরের ১নং সংলগ্ন চামেরী হাউজে পৌরসভা নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি নেতাকর্মীদের এই অনুরোধ করেন।
মাহফুজুর রহমান কালাম বলেন, বিগত ১০ বছর পর সোনারগাঁয়ে নৌকার মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ১০ বছর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অনেক কষ্ট নিপরূপ সহ্য করে এই দিনটির অপেক্ষায় ছিলো। আজ সেই দিন এসেছে এখন আমাদের উচিত দলমত নির্বিশেষে যে যার অবস্থান থেকে নৌকার পক্ষে কাজ করে নৌকার প্রার্থীকে নির্বাচিত করা।