নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: শুক্রবার বিকেলে ২ ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মোগরাপাড়া চৌরাস্তার অনেক দোকানপাট ও হাটাচলার ফুটপাত। ফলে পানিতে দাড়িয়ে ব্যবসা পরিচালনা করছে দোকানদাররা। টানা বৃষ্টিতে রাস্তা ও রাস্তার আশপাশের বিডিংয়ে পানি রাস্তায় পড়ে সেই পানি প্রবেশ করে নিচু দোকানগুলোতে। এতে ভোগান্তীতে পড়ে দোকানদার ও পথচারীরা।
জানাগেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুই ঘন্টা টানা বৃষ্টিতে বৃষ্টির পানি কোথায় নামতে না পেরে জমা হতে থেকে নিচু স্থানে। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তায় পানি নিস্কাশনের জন্য নির্মান করা ড্রেনগুলো ময়লা দিয়ে ভরে যাওয়ার কারণে পানি কোথায় নামতে না পেরে রাস্তার ফুটপাত ও দোকানের ভেতরে ডুকে পড়ে। হঠাৎ বৃষ্টিতে হাটু পরিমান পানি জমে দোকানের ভেতর। এদিকে পানি কোথায় সরতে না পেরে দীর্ঘক্ষন দোকানের ভেতর প্রবেশ করায় ব্যবসা বন্ধ হয়ে যায় দোকানীদের। এদিকে রাস্তার ফুটপাতে হাটু পরিমান পানি জমার কারণে পথ চলতে ভোগান্তীতে পড়ে চৌরাস্তায় আসা লোকজন। এছাড়া সামনে ঈদ সামনে রেখে ও শুক্রবার সরকারী ছুটি থাকার কারণে ঈদের কেনাকাটার জন্য অতিরিক্ত লোক সমাগম ঘটে মোগরাপাড়া চৌরাস্তায়। বৃষ্টির জন্য কেনাকাটা করতে আসা লোকজন পরিবার পরিজন নিয়ে পড়েন বিপাকে।
বিকাশ ব্যবসায়ী সামসুল আলম জানান, শুক্রবার বৃষ্টিতে তার দোকানে বৃষ্টির পানি প্রবেশ করে হাটু পানি জমে গেছে। তার দোকানের সামনে দিয়ে পানি নিস্কাশনের ড্রেন তৈরী করা হলেও দীর্ঘদিন ময়লা পরিস্কার না করার কারনে পানি নামতে না পেরে ফুটপাতে পানি জমে দোকানে প্রবেশ করেছে। বৃষ্টির কারণে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। পানির জন্য কোন কাষ্টমার দোকানে প্রবেশ করতে পারছে না। শূধু তিনি নন তার সাথে রয়েছেন আরো অর্ধ শতাধিক দোকান। পানির কারণে সকলেই ব্যবসা বন্ধ করে বসে আছেন।
স্থানীয়রা জানান, মোগরাপাড়া চৌরাস্তা হতে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ পর্যন্ত একটি ড্রেন নির্মান করা হয়েছে। গত বছর ড্রেনগুলো পরিস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। পরিস্কারের পর মোগরাপাড়া চৌরাস্তার দোকানদার ও আশপাশের বাড়িঘরের লোকজন তাদের ময়লা ড্রেনে ফেলে ড্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।