নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিদ্যুৎ গ্রীডে সার্ভিস লাইনে কাজ করার জন্য আগামীকাল ২১ মার্চ সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও পৌরসভার আদমপুর ও দরপত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম আলী জানান, সোনারগাঁ উপজেলার ৬নং গ্রীডে সার্ভিস লাইনে কাজ করার জন্য আগামী সোমবার সকাল ৬টা থেকে পৌরসভার কিছু অংশে বিকেল ৪টা বন্ধ বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধকালীন সময়ে কেউ যাতে কোন প্রকার বিদ্যুৎ লাইনে কাজ করা থেকে বিরত থাকেন সে ব্যাপারে সবাইকে সর্তক থাকতে বলেছেন। তিনি আরো জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তারা আন্তরিক ভাবে দু:খিত।