নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্নশর্ত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে জামপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর জন্নদিন উপলক্ষে কেক কাটা হয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, বিশেষ অতিথি, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামসুদ্দিন খান আবু, সাবেক যুবলীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, জামপুর ইউপি সদস্য মোঃ মোতালিব ভুঁইয়া, মোঃ ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ সানাউল্লাহ, ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান বদু, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য মোঃ মিলন মিয়া, ইউপি বিলকিস আক্তার, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে এ দিনটি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি একজন আদশ্যবান নেতা, যার জন্ম না হলে এদেশ আজ স্বাধীন হত না তার সুযোগৎ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে ও তার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।