নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদের উদ্যোগে এ পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ (২২ শে জানুয়ারী) বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধনের অংশ হিসাবে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান উপজেলা চত্বর ঝাড়ু দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাবিকা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা ও মহিলা সংস্থা সদস্যরা উপস্থিত ছিলেন।