নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে লাল সবুজের স্বাধীন সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছিল একটি নাম, যার নাম বাংলাদেশ। লাল সবুজের স্বাধীন এই সার্বভৌমত্বের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোনারগায়েঁ বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁয়ের দুই বারের নির্বাচিত সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুর মোবারক হোসেনের সুযোগ্য সন্তান এরফান হোসেন দীপ। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২৬ মার্চ উপলক্ষে শুক্রবার সকালে এরফান হোসেন দীপ তার নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সোনারগাঁবাসী সহ সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করেন।