নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম :প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা ভাইরাসের মোকাবেলায় সহযোগী হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ থেকে ২ বার নির্বাচিত চেয়ারম্যান জহিরুল হকের উদ্যেগে করোনা ভাইরাস মোকাবেলায় শুরুতেই মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে বারদী বাজার, বাস ষ্ট্যান্ড, বারদী মার্কাস মসজিদের মুসল্লিদের ও লোকনাথ মন্দিরের দর্শনার্থীদের মাঝে ৬ হাজার মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান জহিরুল হক বিভিন্ন রাস্তায় দাড়িয়ে অটোরিকশা, ভ্যান, বাস, সিএনজি, ট্রাকসহ চালক ও যাত্রীদের বিনামূল্য মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও সচেতনামূলক কথা বলতে দেখা গেছে। ।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ জেড এম নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবুল মিয়া, ফারুক মিয়, হাবু মেম্বার, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিব ভুঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিঃ সহ- সভাপতি শাহা জালাল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, সহ সভাপতি আসাদ, সাংগঠনিক সম্পাদক, শরিফুল, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মামুদুর হক দুলু, ছাত্রলীগ নেতা সোহাগসহ ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।