নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা গত বছর তার এমপি থাকাকালীন সময়ে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য তিনি সোনারগাঁবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। রোববার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক জনসভায় তিনি এ ক্ষমা চান। তিনি আরো বলেন, আমি এমপি হওয়ার পর সোনারগাঁয়ের মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি সোনারগাঁ থেকে স্বাধীনতার বিপক্ষের শক্তি ও রাজাকার মুক্ত করে স্বাধীনতার শক্তিকে প্রতিষ্টিত করে সোনারগাঁবাসীর ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছি। আগামী ৩০ তারিখের পর এ সোনারগাঁ হবে শেখ হাসিনার ঘাটি, বঙ্গবন্ধুর ঘাটি, স্বাধীনতার পক্ষের শক্তি ঘাটি। এসময় তিনি সোনারগাঁবাসীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে আবারো সোনারগাঁবাসীর সেবা করার সুযোগ চান।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বর্তমান সংসদ সদস্য ও মহাজোটের মনোনিত প্রার্থী লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী ডা. সেলিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূর জাহান, মোস্তাফিজুর রহমান মাসুম।