নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রির্পোটার আক্তার হাবীব। ৮ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আক্তার হাবীব এর প্রতিদ্বন্দ্বি দৈনিক দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি লেখক সাংবাদিক রবিউল হুসাইন ব্যক্তিগত কারণে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এ পদে আক্তার হাবীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আগামী ১৮ ডিসেম্বর প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা হলেন সভাপতি পদে ফজলে রাব্বী সোহেল ও এম এম সালাউদ্দিন, সহ-সভাপতি পদে মোক্তার হোসেন মোল্লা ও আনিছুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক ও ইউসুফ আলী, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান ও মশিউর রহমান, প্রচার সম্পাদক পদে খায়রুল আলম খোকন ও দীপন সরকার, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন ও হীরালাল বাদশা, সাংবাদিক কল্যান পদে মাহবুবুল ইসলাম সুমন ও মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মাসুম মাহমুদ ও আবুল বাশার, নির্বাহী সদস্য-১ পদে মনির হোসেন ও নাসির উদ্দিন, নির্বাহী সদস্য-২ পদে শামসুল আলম তুহিন ও কবির হোসেন।