বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শতভাগ সাফল্য
- আপডেট টাইম : রবিবার, মে ১, ২০২২
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সোনারগাঁয়ের সাদিপুর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার ছাত্রীরা এ বছরই প্রথম বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং শতভাগ সাফল্য অর্জন করলো।
মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান মুস্তাফী বলেন, এ বছর বেফাক বোর্ডের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার ইবতিদাইয়্যাহ জামাতের ছাত্রীরা অংশগ্রহণ করে। আল্লাহর রহমতে সবাই ভালো ফলাফল করেছে।