নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আসন্ন ৩১ শে মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা আক্তান। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে তিনি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ পত্র সংগ্রহ করেন।
এসময় নাছিমা আক্তার জানান, গত নির্বাচনে সোনারগাঁবাসী আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। আমি গত ৫টি বছর ভাইস চেয়ারম্যান পদে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে থেকে সোনারগাঁবাসীর উন্নয়নে জন্য অনেক কাজ করেছি। আবারও যদি তারা আমাকে ভোটের মাধ্যমে সুযোগ করে দেয় তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো।