নিউজ সোনারগঁ২৪ডটকম:
৭ ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া সহ আওয়াামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।