নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্টান্ড এলাকায় তাজমহল নামে এক নতুন রেস্টুরেন্টের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলাদ মাহফিলের মাধ্যমে এই রেস্টুরেন্টের উদ্ধোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য চেয়ারম্যান মাসুম আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রেস্টুরেন্টের উদ্ধোধন করেন। এসময় ধামগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টে দেশী খাবারের পাশাপাশি চাইনিজ খাবার পরিবেশন করা হবে।