নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী শুরু হওয়া লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৩ জন পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে । বাকিদের চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যে পুলিশ সদস্যরা গুরুত্বর অবস্থায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
৯ এপ্রিল বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা তো তাদেরকে খাবার সরবরাহ থাকি। চিকিৎসকরা জানিয়েছেন ফুড পয়জনিং থেকে হতে পারে এমনটা। হয়তো বাইরের কিছু খেয়ে থাকতে পারেন। সকলেই আপাতত সুস্থ আছেন। দুইজনের ডায়রিয়া বেশি হওয়ায় তাদেরকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সবাইকে খাবার গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
লাঙ্গলবন্দের অস্থায়ী ‘১০ বেডের’ হেলথ ইন্সপেক্টর জাফরুল্লাহ জানান, বাইরের খাবার খেয়ে ১৩ জন পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্য বেশি গুরুতর হওয়ায় তাদেরকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।