নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, ‘শামীম ওসমান আমার অভিভাবক।অভিভাবকরা অনেক কিছুই বলেতে পারেন।শাসন ও করতে পারেন আবার আদর করতে পারেন। উনি আমার বাবার সাথে রাজনীতি করেছেন। তিনি আমার চাচা উনি আমাকে দোয়া দেন, চাইলেও দেন, না চাইলেও দেন।’
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১টায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় এই আসনের সাংসদ ও আসন্ন নির্বাচনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শামীম ওসমানকে সোনারগাঁয়ে নিয়ে এসে বক্তব্য দেয়ার মানে হচ্ছে ওনার কোন জনসমর্থন এখানে নেই।’
ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বলেন, ‘সোনারগাঁবাসীকে আমি নিরাপদে রাখবো। আমার দেয়া সকল প্রতিশ্রুতি আমি সম্পন্ন করবো। সোনারগাঁয়ে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলবো। এখানে দুইটা চর আছে। অসাধুভাবে বালু উত্তোলন বন্ধ করবো। এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সোনারগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ, সোনারগাঁ পৌরসভার দুই নারী কাউন্সিলর রীতা আক্তার, পারভীন আক্তার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক ফায়জুল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর লিয়াকত হোসেন খোকার আমন্ত্রণে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সোনারগাঁয়ে এসে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের উদ্দেশ্যে বলেন, দল মহাজোটকে এ আসন ছাড় দিয়েছেন। আমি আশা করি কায়সার ১৮ তারিখের পর এক মঞ্চে লাঙ্গলের পক্ষে ভোট চাইবেন। দলের স্বার্থ পরিপন্থী কাজ করবেন না। যারা দলের স্বার্থ পরিপন্থী কাজ করবেন তাদের ছাড় দেওয়া হবে না।’