নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম- আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন. সোনারগাঁয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আগের চেয়ে অনেক শক্তিশালী। এবার সোনারগাঁয়ে তারা যে ভাবে শেখ রাসেলের জম্মদিন পালন করেছে সে হিসেবে দেখা যায়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তাদের কর্মকান্ড আগের চেয়ে অনেক সুসংগঠিত। জম্মদিন ছাড়াও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁয়ে সকল দলীয় কর্মকান্ডে নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করে। সে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই সাথে তাদের কর্মকান্ড যাতে আগের চেয়ে আরো ভাল করতে পারে সে জন্য আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁ শাখার উদ্যোগে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, নারায়নগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সোনারগাঁ শাখার আহবায়ক মো. রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।