নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর ৭২তম জম্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আওয়ামীলীগের পার্টি অফিসে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রবিন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি কবির হোসেন, মান্নান মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কায়সার হাসনাত বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মূল্যে ক্রয় করতে পারছে। বিদ্যুতের আলোসহ শান্তিতে ঘুমাতে পারছে। আইন-শৃংখলার উন্নতি হয়েছে।