নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অসুস্থ হয়ে কয়েকদিন চিকিৎসা পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। আজ শনিবার বিকালে তার চিকিৎসক তার পরিক্ষা নিরিক্ষা ও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসক তাকে বাড়িতে চলে যেতে পরামর্শ দেন। তার চিকিৎসক জানান, মোশারফ হোসেন বর্তমানে সর্ম্পুন সুস্থ আছেন। তার কোন চিকিৎসার প্রয়োজন নেই বাড়িতে বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
গত কয়েকদিন আগে হঠাৎ পেসার বেড়ে গিয়ে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বে সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরেন। চিকিৎসাধীন অবস্থায় তার আত্মীয় স্বজন, অনেক নেতাকর্মী ও সরকার কর্মকতারা ও শুভাকাক্ষিরা তাকে দেখতে হাসপাতালে যান।
এদিকে তার পরিবারের পক্ষ থেকে জানিয়ে যারা চেয়ারম্যান সাহেবের সুস্থতার জন্য দোয়া কামনা ও কষ্ট করে হাসপাতালে দেখতে গিয়েছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।