নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাকিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলালি রাজিউন।
বার্ধক্যজনিত কারনে বুধবার রাত ১১টায় নারায়ণগঞ্জের বাসায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযা সময় পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা যায়। মরহুম হাকিম মোল্লা সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লার বড় ভাই। আব্দুল হাকিম মোল্লার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়ে শোক সম্প্রপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
আব্দুল হাকিম মোল্লা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসমলা, ভুইয়া ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।