নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁ) আসনের মহাজোটের নব নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে গণ সংবর্ধনা দিয়েছে সোনারগাঁয়ের সর্বস্তরের জনগন। সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আইয়ুব প্লাজার সামনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সোনারগাঁয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ড. সেলিনা আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নূরজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংসঠনের নেতাকর্মী , বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ের জনগন উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তারা স্বাধীনতার স্বপক্ষে ভোট দিয়ে আমাকে পূনরায় নির্বাচিত করেছেন। আমাকে সোনারগাঁবাসী বিপুল ভোটে নির্বাচিত করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সোনারগাঁবাসীকে সাথে নিয়ে এখানকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে কেক কেটে লিয়াকত হোসেন খোকার জন্মদিন পালন করা হয়।