নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারী। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ী মো. শাওন (২৪) কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শাওন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে সবজির দোকানগুলোতে সকালে পাইকারি সবজি সাপ্লাই দিয়ে থাকে। প্রতিদিন সে সকালে সবজি দিয়ে সন্ধ্যার পর টাকা উঠিয়ে থাকেন। রোববার সন্ধ্যার পর মোগড়াপাড়া চৌরাস্তায় কাঁচাবাজরের দোকান থেকে টাকা উঠিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফিরছিল। সে কাঁচাবাজারের সামনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া মাত্র ৭/৮ জনের একদল ছিনতাইকারী ধারালো বিভিন্ন অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় ব্যবসায়ী শাওন কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যুপুরি কুপিয়ে তার কাছে থাকা ব্যবসার নগদ ৩৫ হাজার টাকা লুট নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সবজি ব্যবসায়ী শাওন জানায়, ছিনতাইকারী সবার বয়স ২০ থেকে ৩০ বছর হবে। তাদের কাছে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ছিল। তারা মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়েছে। ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।