নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দৈনিক জবাবদিহি’র সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও কন্ঠে’র সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল মিয়ার বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের “সারেং বাড়ি”তে সাংবাদিক রুবেলের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক রুবেল জানান, চোর আমাদের স্থানীয় বলে সন্দেহ করা হচ্ছে কারন গতকাল পিরোজপুরের একজন নামধারী চোর গতকাল আমাদের পুরোবাড়ি ঘুরে পর্যবেক্ষণ করে আসে এবং পথিমধ্যে আমার সাথে দেখা হলে আমাকে জিজ্ঞাস করে নাতি তোমাদের বাসায় ঘুরে আসলাম সব বাসা তালা দেয়া কেনো??
প্রাথমিকভাবে তাকেই আমি ও আমাদের বাসার সবাই সন্দেহ করছি এর আগেও এই নামধারী চোর বিভিন্নভাবে আমাদের বাসায় ঘুরে যান।
তিনি আরো জানান, আমরা অন্য ঘরে থাকায় বুজতে পারিনি চোর অই ঘরের দরজার লক ভেঙ্গে কখন ঢুকেছে।
চোর আমার অই ঘর থেকে আমার মা’র আড়াই (২.৫০) ভরি স্বর্ণ ও নগদ ৫০০০০ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে