সোনারগাঁয়ে ৭শত ৫০ জনের মাঝে ১০ টাকা ধরে চাল বিতরন
- আপডেট টাইম : বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে ভিজিএফ চাউল বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬৫৯টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।
ভিজিএফ চাউল বিতরণকালে ইঞ্জিনিয়ার মাসদুর রহমান মাসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ উপহার পাঠিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতেও আপনাদের জন্য আবারও প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেবো ইনশাআল্লাহ।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, মাসুম বিল্লাহ, আল-আমিনসহ পিরোজপুর ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যবৃন্দ।