নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯দিন ধরে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম রিদম হাসান (১৩)। রিদম উপজেলার মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি গত ২৭ নভেম্বর বিকেলে বেডমিন্টন খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি।
রিদমের মা রুমকি বেগম জানান, তিনি তার ছোট ছেলে রিদমকে নিয়ে উপজেলার চান্দেরকির্তি এলাকায় বাস করতেন। রিদম গত ২৭ নভেম্বর সোমবার বিকেলে বাড়ির পাশে বেডমিন্টন খেলার জন্য বের হয়। যাওয়ার সময় সে তার মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়ে নিয়ে গেছে। পরে সে আর বাড়ি ফিরেনি। রিদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২ ডিসেম্বর রবিবার সোনারগাঁ থানায় এ ব্যপারে রুমকি বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।
তিনি আরো জানান, রিদম উপজেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও সংগীতের শিক্ষার্থী ছিল। কি কারণে সে নিখোঁজ হয়েছে তার কারণ বলতে পারছে না রিদমের পরিবার।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ এ ব্যাপারে মাঠে কাজ করছেন।