নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার উদ্যেগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বুধবার বিকেলে সাদিপুর ইউনিয়ন নয়াপুর বাজারের অবস্থিত আওয়ামীলীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা ও প্রফেসর এড্যাভোকেট মোঃ ছোবহান খন্দকার, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা কামাল হোসেন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা, সাইফুল ইসলাম, কাউসার আহম্মেদ , আনিস মিয়া, মোবারক হোসেন প্রমূখ।