নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আনসার ও ভিডিপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯, করোনা রোগের টিকা গ্রহন ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সোনারগাঁ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা রাজন চন্দ্র সরকারের সভাপতিত্বে করোনা টিকার জনসচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।
র্যালী শেষে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমান্ডান্ট মকসুদ রসুল, সোনারগাঁ উপজেলা আনসার ও ভিডিপির সহকারী কর্মকর্তা উত্তম কুমার দেবনাথ প্রমুখ। পরে একটি র্যালী সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।